মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া ‘শহীদ’ লেখায় সংগ্রাম পত্রিকা সম্পাদকের ক্ষমা প্রার্থনা

ষ্টাফ রিপোর্টারঃ

মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালের ১২ ডিসেম্বরে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া কাদের মোল্লাকে ‘শহিদ’ লেখা প্রকাশ করার প্রতিবাদে জামায়াতের মুখপত্র দৈনিক সংগ্রাম পত্রিকা অফিসে ভাঙচুর চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যার দিকে এই ভাঙচুর চালানো হয় বলে খবর । এরপর পত্রিকা অফিসের গেটে তালা লাগিয়ে দিয়েছেন তারা। পত্রিকা অফিসের কম্পিউটার, দরজা, জানালা, চেয়ার, টেবিল ও পত্রিকাটির সম্পাদক আবুল আসাদের কক্ষে ভাঙচুর চালানো হয়েছে। এসময় গেটের বাইরে সংগ্রাম পত্রিকায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন প্রতিবাদকারীরা।
অফিসে ভাঙচুরের সময় সম্পাদক আবুল আসাদকে হাতিরঝিল থানা পুলিশের হেফাজতে নিয়েছেন। সেইসময় কর্মরত সাংবাদিকরা জানান, বাইরে বিক্ষোভ দেখাতে-দেখাতেই বিক্ষোভকারীরা জোর করে অফিসের ভেতরে ঢুকে পড়েন। ঘরে ঢুকে ভাঙচুর চালায়। এরপর সম্পাদককে তার রুমের বাইরে এনে টিভি সাংবাদিকদের ক্যামেরার সামনে দাঁড় করিয়ে জাতির কাছে ক্ষমা চাইতে বলা হয়। তখন তিনি শহিদ শব্দটি ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা চান। মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদ বলেন, ‘আমরা অফিসের ভেতরে জামায়াত ও শিবির পরিচালনার নানা কাগজ পেয় পত্রিকার সম্পাদককে পুলিশে দিয়েছি।

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *