নাগরপুর উপজেলায় লকডাউনে বিনোদন পেতে চলছে ঘুড়ি উড়ানোর উৎসব

নাগরপুর উপজেলায় লজডাউনে বিনোদন পেতে চলছে ঘুড়ি উড়ানোর উৎসব

খাদেমুল আজাদ,টাংগাইল থেকে: বর্তমান করোনা পরিস্থিতিতে সারা দেশ যখন স্থবির তখন নাগরপুর উপজেলার কাওয়াখোলা নামক গ্রামে সামান্য বিনোদন হিসেবে বাসায় অবস্থান নিশ্চিত করে চলছে ঘুড়ি বানিয়ে সময় অতিবাহিত করার প্রয়াস।
উপজেলার বিভিন্ন এলাকায় লোকজন পুরোনো প্রতিভা কাজে লাগিয়ে বানাচ্ছে ঘুড়ি উড়াচ্ছে পুরোদমে, মেটাচ্ছে বিনোদনের খোরাক!
ফেইসবুক এর বিভিন্ন পোস্ট সূত্রে দেখা যায় অনেকে সময় কাটাচ্ছে ঘুড়ি বানিয়ে এবং উড়িয়ে। নাগরপুর এলাকার কাওয়াখোলা গ্রামে গিয়ে দেখা যায় সামাজিক দূরত্ব নিশ্চিত করে ঘুড়ি উড়িয়ে বেড়াচ্ছে। তাদের সাথে কথা বলে জানা যায়, তারা অবসর সময় স্বাচ্ছন্দ্যে অতিবাহিত করার জন্য করছে এই কাজ ।বঝ

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *