সাভারের ত্রান প্রতিমন্ত্রীর ডাঃ এনামুর রহমানের মাতার কুলখানী অনুষ্ঠিত

সাভারের ত্রান প্রতিমন্ত্রীর ডাঃ এনামুর রহমানের মাতার কুলখানী অনুষ্ঠিত

রফিকুল ইসলাম জিলু,সাভার থেকেঃ

সাভারে রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পার্বতীনগর এলাকায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের মা শিরিয়া খানমের কুলখানী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বাদ জোহর এর নামাজ শেষে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মসজিদে ত্রাণ প্রতিমন্ত্রীর মাতার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে কুলখানী উপলক্ষে আশুলিয়া ও সাভার থেকে আগত কয়েক হাজার মানুষের জন্য রান্না করা খাবার পোলাও খাসির মাংসের আয়োজন করা হয়।

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের পক্ষে ঢাকা জেলার যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জি এস মিজান দোয়া ও মোনাজাত শেষে তোবারক বিতরণ করেন।

এ সময় আওয়ামিলীগসহ  সেচ্ছাসেবগলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরাও তোবারক বিতরণ করেছেন।
কুলখানীতে অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মোল্লা তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ সাভার উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও এনাম ক্লিনিকের ডাইরেক্টর ও সাংবাদিিক জাহিদুল রহমান জাহিদ ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান এমপি, বর্তমান দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এর মা শিরিয়া খানম এমাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ সেপ্টেম্বর বিকেল ৩ টায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। পরে রাত ৯ টা তালবাগ কবরস্থানে জানাযা শেষে দাফন সম্পন্ন করেন।
ডাক্তার এনামুর রহমানকে আর্তমানতার কাজ লক্ষে তার মা তাকে সাহস ও মনোবল যুগিয়েছেন।

সম্পাদনায়ঃ আবুল কালাম আজাদ।

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *