গণধর্ষণের পর জিহ্বা কেটে দেয়া হয় তরুণীকে

গণধর্ষণের পর জিহ্বা কেটে দেয়া হয় তরুণীকে

https://www.sattersangbad.com/archives/6042

অনলাইন ডেক্সঃ
দিনদুপুরে তরুণীকে তুলে নিয়ে যায় একদল যুবক। এর পরেই সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় ওই তরুণীকে। এমনকি জঘন্য কর্মের অভিযোগ উঠেছে ভারতের অবস্থিতল উত্তরপ্রদেশে।

কেবল গণধর্ষণী নয়, ধর্ষনের পর তরুণীকে করা হয় অমানবিক নির্যাতন, কেটে দেয় হয় তার জিহ্বা। চার ধর্ষকের অত্যাচারে শরীর ক্ষতবিক্ষত হয়ে যায় তরুণীর। বর্তমানে নির্যাতনকৃত যন্ত্রনা নিয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সে।

জানা যায় তরুণীর শরীরের বেশ কয়েকটি হাড় ভেঙে গেছে। তবে ঘটনার চার-পাঁচ দিন পরও চুপ ছিল পুলিশ ও প্রশাষন। পরে স্থানীয়দের বিক্ষোভের মুখে ধর্ষকদের আটক করা হয় বলে জানা যায়।

এদিকে নির্যাতিতার ভাইয়ের বর্ণনা মতে, সেদিন মা এবং ভাইয়ের সঙ্গে মাঠে ফসল কাটতে গিয়েছিলেন ভুক্তভোগী তরুণী। কিছুক্ষণ পর ফসলের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরে যান নির্যাতিতার ভাই। তখনো মা-মেয়ে জমিতে ছিলেন। হঠাৎ করে চার-পাঁচ জন দুষ্কৃতিকারী এসে তরুণীর গলায় তারই ওড়না পেঁচিয়ে দেয়। তারপর টেনে হিঁচড়ে তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পর মেয়েকে দেখতে না পেয়ে সন্ধান করা শুরু করেন মা। পরে কিছু দূরে মেয়েকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

 

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *