সাভার পৌরসভার ৭ ওয়ার্ডের বিগত দিনে গরীব ও দুঃখী,সাধারণত মানুষের পাশে ছিলেন,আগামীতেও থাকবেনঃ কাউন্সিলর প্রার্থী মোঃহাফিজুর উদ্দিন

সাভার পৌরসভার ৭ ওয়ার্ডের বিগত দিনে গরীব ও দুঃখী,সাধারণত মানুষের পাশে ছিলেন,আগামীতেও থাকবেনঃ কাউন্সিলর প্রার্থী হাফিজুর উদ্দিন

শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
কাউন্সিলর প্রার্থী হিসেবে ২০২০ সাভার পৌর নির্বাচন। পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি মোঃহাফিজ উদ্দিন নির্বাচনে প্রার্থীতা বৈধ হওয়ায় এলাকাবাসীকে জানিয়েছেন অভিনন্দন। ৩০ ডিসেম্বর প্রতিক পাওয়ার পর গনসংযোগে থাকবেন বলে জানান তিনি।

বিগত দিনে সাভার পৌরসভার ৭ ওয়ার্ডের গরীব ও দুঃখী,সাধারণত মানুষের পাশে ছিলেন,আগামীতেও থাকবেন তিনি। জনবহুল এ ওয়ার্ড এলাকায় প্রায় ২৩ হাজার ভোটার রয়েছে। গত নির্বাচনে এলাকায় জনপ্রিয়তা থাকায় অল্পভোটের ব্যবধানে বিজয়ী হতে পারেন নি তবে সকল ভোটারের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেছেন।

তিনি এলাকাবাসীর নিকট দোয়া কামনা করে আগামী ১৬ জানুয়ারী নির্বাচনে ভোটাররা তাকে একবারের জন্য জয়যুক্ত করলে জনপ্রতিনিধি হয়ে জনগনের পাশে থাকতে চান এবং কি নির্বাচিত হতে পাড়লে পৌর এলাকার উন্নয়নের কাজে অগ্রণি ভূমিকা থাকবে।
তিনি শিক্ষাপ্রতিষ্ঠানসহ বহু সেবামূলক প্রতিষ্ঠানে জরিত রয়েছেন।
তিনি আরো জানান এ ওয়ার্ডে মাদকের ছড়াছড়ি মাদক নির্মূলে ভূমিকা রাখবেন ,বিভিন্নভাবে মানুষ দূর্ভোগ হচ্ছে তাদের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন।

 

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *