শান্তি প্রিয় মানুষের পক্ষে,এই ওয়ার্ডে চাই শান্তি, কারো সূত্র না, আমি একজন বন্ধু হতে চাই বললেন.ব্রীজ মার্কায় সাভার পৌর ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এরশাদুর রহমান

শান্তি প্রিয় মানুষের পক্ষে,এই ওয়ার্ডে চাই শান্তি, কারো সূত্র না, আমি একজন বন্ধু হতে চাই বললেন.ব্রীজ মার্কায় সাভার পৌর ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এরশাদুর রহমান

সত্যের সংবাদঃ
আসন্ন সাভার পৌরসভার নির্বাচনে সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, বিশিষ্ট সমাজ সেবক ও ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ এরশাদুর রহমান ব্রীজ মার্কায় নির্বাচনী প্রচারণায় ভোটারদের দ্বারে দ্বারে এখনো যাচ্ছেন,নির্বাচিনী পোষ্টার ছেয়ে গেছে ওয়ার্ডের ওলিগলিতে। নির্বাচনী প্রচারনাকালে একমাত্র তিনিই আচরন বিধি লঙ্গন না করে ব্যস্ত সময় পার করেন পৌর ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এরশাদ। এখনো তার বিরুদ্ধে নেই কোন অভিযোগ, শান্তি প্রিয় এলাকাবাসীর কথা মনে রেখে তিনি কোন মটর মহরা,কারো সাথে ঝগড়া-বিবাদে লিপ্ত না হওয়া, কারো বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলা থেকে বিরত থেকেছেন তিনি।ব্রীজ মার্কায় বিপুল ভোটে বিজয় হওয়ার স্বপ্ন দেখছেন এই প্রার্থী।

কর্মী সমর্থকরা জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন কয়েকবার অফিসের সামনে মোটর মহড়া দিয়ে ভয়ভিতি প্রদর্শন করতে চেয়েছিল। কিন্তু শান্তি প্রিয় নেতা যিনি এখন কাউন্সিলর প্রার্থী এরশাদ। তার নির্দেশ মোতাবেগ সেই কথা মাথায় রেখে ব্রীজ মার্কায় প্রচারনা চালিয়েছেন তারা। তিনি একজন ন্যায় পরায়ন নেতা যিনি বিভিন্ন মসজিদ,মাদ্রাসা,শিক্ষা প্রতিষ্ঠানে,সামাজিক কর্মকান্ডে, এলাকার রাস্তা ও ড্রেনেজ কাজে উন্নয়নে হাত রয়েছে। তিনি মহামারি করোনার সময় সরকারী সহযোগিতা সহ নিজের অর্থায়নে গরীব-অসহায়দের মাঝে করেছেন ত্রান বিতরন ও নগদ অর্থ। তাই ভোট পাওয়ার যোগ্যতা তিনিই রাখেন। ভোটারগন সু- চিন্তায় মতামত রেখে নির্বাচিত হয়ে আসুক এটিই তাদের কাম্য।

এলাকার সাধারণ ভোটাদের সাথে রয়েছে কাউন্সিলর প্রার্থীর সুহৃদয় সম্পর্ক। খোঁজ নিয়ে জানা যায় এলাকার প্রায় ভোটারদের পছন্দের তালিকায় রয়েছেন ব্রীজ মার্কায় কাউন্সিলর পদপ্রার্থী বয়জিষ্ঠ্য এই নেতা।
এবারের নির্বাচনে অনেকের অঙ্গীকার ব্রীজ মার্কার হবেই জয়,কারন তিনি সমাজসেবক, গরীবের বন্ধু ও কর্মঠ ব্যক্তি,পড়েন ৫ ওয়াক্ত নামাজ,তিনি একজন মুসলিম, মাদকের সাথে নেই তার সম্পর্ক ।

দুইবারের নির্বাচনে নিকটে এসে থেমে গেলেও হার মানেনি এরাশাদুর রহমান।
তিনি বিনয়ী হয়ে এবার ভোটারদের নিকট চেয়েছেন ভোট। স্থানীয়দের মতে যে কোন সাহায্য সহোযোগীতায় মোঃ এরশাদুর রহমানকে কে নিঃস্বার্থভাবে পাশে পান।

মোঃ এরশাদুর রহমানের নিকট প্রতিবেদক জানতে চাইলে তিনি বলেন,আমি আজ শান্তি প্রিয় মানুষের পক্ষে। এই ওয়ার্ডে চাই শান্তি, শান্তির সুবাতাস বইছে, বইবে নির্বাচিত হওয়ার পরও োোো। আমি মনে করি আমি কারো সূত্র না, আমি একজন বন্ধু হতে চাই, ভোট প্রদানের মধ্য আমি নির্বাচিত হলে সকলকে আগলে রাখতে। তার জনপ্রিয়তা রয়েছে অন্তরের মানুষের মুখে মুখে। আমি দীর্ঘদিন হতে রাজনীতি করে আসছি, সমাজের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অংশগ্রন করে থাকি। তিনি রেডিওকলোনি-নয়াবাড়ী এলাকায় একটি মসজিদের সাধারন সম্পাদকের দ্বায়িত্ব পাওয়ার পর আধুনিক ও নান্দনিক বহুতল ভবন নির্মিত হচ্ছে,তিনি সকলের নিকট দোয়া চান ।
এই ওয়ার্ড কে নিয়ে আমার অনেক অনেক ভাল স্বপ্ন রয়েছে যা জনগনই হবে উপকৃত। আমি নির্বাচিত হলে এই ওয়ার্ডের মানুষকে নিয়ে সুন্দর করে গড়ে তুলা হবে-ইনশাল্লাহ।

প্রতিবেদকঃ-শেখ এ কে আজাদ,সাভার,ঢাকা।

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *