ধামরাইয়ে বংশী নদীতে বা-মায়ের সাথে ঘুরতে গিয়ে নিখোঁজ ছাত্রের একদিন পর লাশ উদ্ধার

ধামরাইয়ে বংশী নদীতে বা-মায়ের সাথে ঘুরতে গিয়ে নিখোঁজ ছাত্রের একদিন পর লাশ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে বাবা মার সাথে বংশী নদীতে বেড়াতে গিয়ে পানিতে পড়ে ৮ম শ্রেণীর ছাত্র মো. রাফিউল ইসলাম (১৪) নিখোঁজের ১ দিন পর সার্ভিসের দুটি ডুবুরি দল স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার ধামরাই উপজেলার সদর ইউনিয়নের হাজিপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। নি‌খোজ মো. রাফিউল ইসলাম ধামরাই পৌরসভার বরাতনগর এলাকার মো. মনিরুজ্জামান (মনির) এর পুত্র। সে ধামরাই সরকারী হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র।

জানা যায়,শুক্রবার বিকাল ৫টার সময় হাজিপুর এলাকায় বাবা-মার সাথে নৌকায় বেড়াতে যায় রাফিউল ইসলাম। হাজিপুর গিয়ে রাফির বাবা মা নৌকায় বেড়াতে গেলে রাফি ও তার ছোট চাচাতো ভাই নৌকায় বাবা মার সাথে বেড়াতে না গিয়ে তারা নদীর পারে বসে খেলা করবে বলে থেকে যায়। পরে রাফি ও তার চাচাতো ভাই খেলা করতে গিয়ে রাফি পানিতে পড়ে যায়।তাকে বাচাঁতে গিয়ে চাচাতো ভাই পানিতে লাফ দেয়। চাচাতো ভাই পানিতে হাবুডুবু খেতে থাকলে আশে পাশের লোকজনের নজরে আসে। তখন তারা দৌড়িয়ে গিয়ে রাফির চাচাতো ভাইকে বাচাঁলেও রাফিকে আর খোঁজে পাওয়া যায়নি।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহেল রানা বলেন, আমরা অনেক চেষ্টা করে বংশী নদী থেকে নিখোঁজ ছাত্রেরর লাশ উদ্ধার করা ।

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *