ফরিদ হোসেন টুটুল আর নেই।তিনি প্যানেল মেয়র ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র এবং জনপ্রিয় কমিশনার মরহুম আলহাজ্ব আব্দুল কাদের মিয়ার বড় ছেলে ফরিদ হোসেন টুটুল। (৬ জানুয়ারি)২০২০ ইং সোমবার গভীর রাত ১২ টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেছেন।'ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন" পরিবার সূত্রে তার স্ট্রোক জনিত ইন্তেকাল হতে পারে।" ফরিদ হোসেন টুটুলের অকাল মৃত্যুতে সাভার পৌর ৮ নম্বর ওয়ার্ডে সাধারন মানুষের শোকের ছায়া নেমে আসে।মৃত্যেুকালে তার বয়স আনুমানিক ৩৫ বছর হয়েছিলো।
মরহুমের নামাজের জানাজা হবে মঙ্গলবার সকাল ১০ টায় সাভারের রাজাশন প্রাইমারী স্কুল মাঠ প্রাঙ্গনে।
সাভার পৌর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম মিয়াসহ আওয়ামীলীগের অংগসংগঠনের নেতা-কর্মীরা ফরিদ হোসেন টুটুলের অকাল মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকাহত পরিবারের মাঝে সমাবেদনা জ্ঞাপন করছেন তিনি ।
সাভার প্রেস মিডিয়া কল্যান সমিতির পক্ষে আহবায়ক শেখ এ কে আজাদ তার এ মৃত্যতে গভীরভাবে শোকাহত ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন।-বিজ্ঞপ্তি