ডাঃ আমজাদুল হক
আঁধারে আঁধারে তুমি
দু'চোখের আলো
তবে চলে আসো
গুটিয়ে ফেলো স্বপ্ন জাল....
একবার কবি হবো
একবার তোমাকে ছুবো
এ পরম ইচ্ছা আমার...
কি মোহাচ্ছন্ন, মায়া
দুচোখ
ভ্রু
নাক
কি অবিনাশী কন্ঠ তোমার
তুমি বারবার আসো
বারবার তুমি হাসো
চোখে চোখে মায়া
চেয়ে দেখো....
কতটুকু যাতনা সয়ে
আজ হৃদয়ের ক্ষরন...
শুধু একবার কবি হবো
শুধু একবার ছবি হবো
শুধু একবার তোমাকে ছুবো
শুধু একবার তোমার হব....
এ আমার সুখ
এ আমার প্রাচুর্য বিরহ কথা...
(পর্ব-৪৬)