সৌমিত্র দেব
চলেশ রিছিল চলেশ রিছিল তোমায় নিয়ে গাছের মিছিল চলছে মধুপুরের পাখপাখালি আজো দেখি তোমার কথা বলছে
চলেশ রিছিল চলেশ রিছিল তোমায় নিয়ে পাখির মিছিল চলছে গাছের চোখে তোমার আগুন পাখির ঠোঁটে তোমার আগুন জ্বলছে।