সাভার পৌর এলাকার বাড্ডা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের শুভাগমন এবং মুজিববর্ষের ক্ষনগননা উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১ জানুয়ারির দুপুরে বাড্ডা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে কৃষিবিদ ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম ঠান্ডু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
বিদায় ও নবাগত শিক্ষার্থীদের শুভাগমন এবং মুজিব বর্ষ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাভার পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা, সাভার সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল দিল আফরোজা শামীম, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, উপজেলা ছাত্র লীগের সভাপতি আতিকুর রহমান আতিক, সাবেক ছাত্র লীগ নেতা মাসুদ খান রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ খান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু রতন সাহা,সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও পৌর আওয়ামীলীগের কার্যকরী সদস্য রমজান আলী এবং এলাকার গন্য-মান্য ব্যক্তিরা।