সাভারের একটি মার্কেটে চাঁদাবাজির সময় ব্যবসায়ী ও জনতার গণপিটুনিতে মাহফুজুর রহমান ওরফে মাফু(৩৮) নামে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী নিহত হন। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের অন্ধ কল্যাণ মার্কেটে অস্ত্রসহ চাঁদাবাজি করতে গেলে ব্যবসায়ী ও স্থানীয় লোকজন মিলে ধাওয়া করে ধরে ফেলে গণপিটুনি দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাভারের অন্ধ মার্কেটে সন্ধ্যার কিছুসময় পরে অস্ত্রসহ চাঁদাবাজি করতে আসেন সন্ত্রাসী মাফু ও তার লোকজন। এসময় ব্যবসায়ীদের ধাওয়ারমুখে সবাই পালিয়ে গেলেও মাফু ধরা পড়লে মার্কেটের দোকানদার ও আশেপাশের লোকজন মাফুকে গণপিটুনি দিলে আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ।
নিহতের লাশ উদ্ধার করে সাভার মডেল থানায় নিয়ে যায় পুলিশ। শনিবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করে সাভার মডেল থানা পুলিশ ও ঢাকা উত্তর ডিবি পুলিশ।
নিহতের লাশ উদ্ধার করে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
নিহত মাহফুুরবরহমান ওরফে মাফু সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার একটি ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে। তিনি মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, বিভিন্ন ব্যক্তিকে আটক করে বা ধরে নিয়ে তার গোপন স্থানে নির্যাতনসহ এলাকায় আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে শীর্ষ এই সন্ত্রাসীর বিরুদ্ধে।