সাভারের আশুলিয়ার গকুলনগর এলাকায় জঙ্গি সন্দেহে ঘিরে রাখা দুই তলা ভবন থেকে এক নারীকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা।
সোমবার (১২ জানুযারী) সন্ধ্যা ৭টার দিকে ওই নারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু।
বিকেল ৫টা থেকে গকুলনগর বাজার সংলগ্ন আক্তার হোসেনের বাড়িটি ঘিরে রাখা হয়।
জানা গেছে, ১ বছর ধরে দুই তলা ওই বাড়িটি নির্মাণ করা হয় এক প্রবাসী। জানুয়ারির প্রথম দিকে এক দম্পতি বাড়িটি ভাড়া নিয়েছেন।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, জঙ্গি সন্দেহে আমরা বিকেল থেকে এই বাড়িটিতে অভিযান পরিচালনা করছি। এখন পর্যন্ত এক নারীকে আটক করা হয়েছে। অভিযান চলছে-