শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
ঢাকা জেলার সাভার ফুলবাড়ীয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিরহাদ তপদার নিখোঁজ হওয়ার পর ফেইসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন নিউজ পোর্টাল সত্যেরসংবাদ.কম এ নিখোঁজ সংবাদটি প্রচার হলে ১৩ জুলাই সোমবার রাতে রাজধানীর মতিঝিল'র একটি মসজিদ থেকে একজন মুসল্লী ফোন কলের মাধ্যমে নিখোঁজ হওয়া ছিরহাদ তপদারের সন্ধান পায় পরিবার।
সন্ধানের খবর পেয়ে ছিরহাদ তপদার কে তার পরিবারের লোকজন ঐ মসজিদ থেকে সোমবার রাত ১০ টায় ছেলেকে ফিরে পেয়ে সাভারে নিয়ে আসে।
এ ঘটনায় সংবাদ মাধ্যেম অনলাইন নিউজ পোর্টাল সত্যের সংবাদ.কম সংবাদ প্রচার হলে অনেকে ফেসবুকেও নিখোঁজ হওয়ার সংবাদটি প্রচার করেছে ছাত্রের পরিবার কৃতজ্ঞ প্রকাশ করেছেন।
মাদ্রাসার ছাত্রটি, শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার মোঃ হাবিব তপদারের ছেলে ছিরহাদ (১৪) তপদার।
উল্লেখ্য, গত রবিবার ফুলবাড়ীয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিরহাদ তপদার সকাল থেকে নিখোঁজ হলে তাকে খুজে পাওয়া যাচ্ছিলো না। পরে সংবাদ কর্মীর সহযোগিতায় নিখোঁজের সংবাদ বিজ্ঞপ্তি সত্যেরসংবাদ.কম এ প্রচার হয় সোমবার দুপুরে।সে সংবাদটি বিভিন্ন ফেসবুকে ভাইরাল হয়।এর সত্র ধরে নিখোঁজের ৪০ ঘন্টা পর ঐ ছাত্র উদ্ধার হয় ।
[caption id="attachment_2064" align="aligncenter" width="264"] দৈনিক আজকের সত্যের আলো পত্রিকায় প্রকাশিত দ্বিতীয় পাতায় সংবাদ প্রকাশ-১৫ জানুয়ারি-২০২০ ইং।[/caption]