শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
ঢাকার সাভারে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে সাব্বির (২৪) নামে এক ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আহত সাব্বির পুলিশের ১৮০০ ব্যাচের সদস্য বলে জানা গেছে। তিনি গাজীপুরের বদ্ধবাজার এলাকার বাসিন্দা।
ছিনতাই করে পালানোর সময় ওই ছিনতাইকারীকে ধরে ফেলেন সাব্বির। এ সময় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারী। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন সম্পূর্ণ আশঙ্কামুক্ত।
মঙ্গলবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন সাভার ট্রাফিক পুলিশের পরিদর্শক আবুল হোসেন।