শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভার উপজেলার অন্তর্গত শিমুলিয়া ইউনিয়নে সার্বিক উন্নতির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শিমুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে সাভার উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভা অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব।
মতবিনিময় সভায় এসময় প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব বলেন,শিমুলিয়া ইউনিয়নের অবকাঠামো উন্নয়নের জন্য এক’শ ১৮ কোটি টাকার একটি রুপরেখা প্রনোয়ণ করা হয়েছে। এসময় শিমুলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাজ থেকে শিমুলিয়ার সমস্যাগুলো তিনি শুনেন এবং সমাধানের জন্য তাৎক্ষনিক পদক্ষেপ গ্রহণ করেন এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের সামাজিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গুলো আলোচনা করেন এবং তা বাস্তবায়নে সকলের সহযোগীতা কামনা করেন।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন আশুলিয়া সকারী কমিশনার (ভুমি),তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদসহ আরো অনেকে।
-ভিডিওঃ
https://youtu.be/RyEi7WdcivI