সাভারের আওয়ামীলীগের মহিলা নেত্রীসহ কয়েকজন পুরুষ মিলে এক গৃহবধুর উপর হামলা করেছে । ভুক্তভোগী নারী সাভার মডেল থানায় রবিবার সকালে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শাহিনুল ইসলাম জানায়, সাভার গ্যাস অফিস সংলগ্ন জালেশ্বর এলাকায় ওই নারী নেত্রীর বাসা। তিনি মহিলা আওয়ামীলীগের নেত্রী বলে নাম ভাঙ্গায়,তার নাম মৌসুমি বলে জানায় তিনি।
অভিযোগ সূত্র থেকে জানা যায়,আসামী (১) মৌসুমী আক্তার স্বামী আমিনুল ইসলাম (২) মজিবুর রহমান (৩)মঞ্জু বেগম স্বামী মুজিবুর রহমান ৩জনসহ কয়েকজন মিলে সকালে শাহিনুর এর উপর হামলা চালিয়ে দেহের বিভিন্ন স্থানে আঘাত করে নির্যাতন চালায়। সাভার পৌরসভার ৩ নং ওয়ার্ড জালেশ্বর গ্যাস অফিসের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
মৌসুমির মুঠোফোনে যোগাযোগ করা হলে সংযোগ বন্ধ পেলো তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
শাহিনুল ইসলাম নামে গৃহবধূ সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে থানার উপপরিদর্শক আজগর আলী বলেন ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করবেন বলে জানায়।