পৃথক ঘটনায় সাভারের আশুলিয়া থেকে এক নবজাতকসহ তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।স্থানীয়রা পুলিশকে খবর দিলে তিনজনের লাশ উদ্ধার
করে আশুলিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, রাতে আশুলিয়ার নিরিবিলি এলাকার একটি বহুতল ভবন থেকে এক রড মিস্ত্রি মাটিতে পরে নিহত হয় ও পল্লীবিদ্যুৎ এলাকার একটি ড্রেন থেকে এক নবজাতকসহ দক্ষিণ গাজিরচট এলাকার একটি বাড়ি থেকে পোশাক শ্রমিক এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে পুলিশ তিনজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ময়না তদন্তের জন্য লাশগুলো রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়। ময়না তদন্তের পরে তাদের মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু।
এ আগে একই দিনে রবিবার সকালে সাভার, আশুলিয়া থেকে ২ জনের লাশ উদ্ধার করেছিলো পুলিশ। বিশেষজ্ঞদের অভিমত সাভার ও আশুলিয়া রহস্যজনক মৃত্যু বাড়ায় এসব ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে।
২০.১.২০ ইং।