ঢাকা জেলার সাভার উপজেলার সাভার সদর ইউনিয়ন পরিষদের নবনির্মিত অসাধারণ শৈল্পিক নিদর্শনে নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে সাভার ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে মঙ্গলবার ২১ জানুয়ারি মঙ্গলবার
বর্ণাঢ্য শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।
এসময় সাভার ইউনিয়ন পরিষদের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার), মিসেস রওশনারা লাভলী- সহধর্মিণী ত্রাণ প্রতিমন্ত্রী, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলাম রাজিব, বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের সফল সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, সাভার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাসুদ চৌধুরী, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা।
অনুষ্ঠানে অনেকোর মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাভার উপজেলার ১২ টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, আশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এ বি এম মাজহারুল ইসলাম সুরুজ, বনগাঁ ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান আহাম্মদ আলী মাস্টার, ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ, আমিন বাজার ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, কাউন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান শান্ত, ভাকুর্তা ইউনিয়নের চেয়ারম্যানআনোয়ার হোসেন, বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন, বিরুলিয়া ইউনিয়নের সভাপতি আব্দুল হালিম প্রমূখ।
সাভার ইউনিয়নে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ প্রশাসনের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলার এডিশনাল এসপি সাইদুর রহমান, সার্কেল এসপি তাহমিদুল ইসলাম, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব এ এফ এম সায়েদ সহ ডিবি পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ সেলিম মিয়া ১ নং ওয়ার্ড কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লাপৌর আওয়ামীলীগের স্থায়ী সদস্য রমজান আহমেদ, সাভার ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন আনু, ঢাকা জেলা ছাত্রলীগের হাফিজুর রহমান হাসান, মোবারক হোসেন পলকসহ সাভারের সর্বস্তরের আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
সাভার সদর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান হাজী মোঃ সোহেল রানার সভাপতিত্বে সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সন্ধ্যার পর ঝমকালো আতশবাজী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।