বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)'রবর্ষসেরা ক্রিকেটার সাকিব। তারই ধারাবাহিকতায় ২০১৯ সালের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন বর্তমানে নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসান।
একনজরে বিএসপিএ’র ২০১৯ সালের বর্ষসেরা পুরস্কার জয়ীরা:
বর্ষসেরা ক্রিকেটার: সাকিব আল হাসান
বর্ষসেরা ক্রীড়াবিদ: রোমান সানা (আরচ্যারী)
পপুলার চয়েজ অ্যাওয়াড: রোমান সানা (আরচ্যারী)
বর্ষসেরা ফুটবলার: জামাল ভুঁইয়া
বর্ষসেরা আর্চার: রোমান সানা
বর্ষসেরা ভারোত্তোলক: মাবিয়া আক্তার সীমান্ত
বর্ষসেরা কারাতেকা: হুমায়রা আক্তার অন্তরা
বর্ষসেরা ফেন্সার: ফাতেমা মুজিব
উদীয়মান ক্রীড়াবিদ: ইতি খাতুন (আরচ্যারী)
বর্ষসেরা তায়কোয়ান্দো খেলোয়াড়: দীপু চাকমা
বর্ষসেরা কোচ: মার্টিন ফ্রেডরিক
বর্ষসেরা সংগঠক: কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল
তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব (দু’জন): রফিক উল্যাহ আখতার মিলন এবং তাজুল ইসলাম
বিশেষ সম্মাননা: আব্দুল জলি
বর্ষসেরা পৃষ্ঠপোষক: সিটি গ্রুপ
দেশের ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লেখকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ১৯৬৪ সাল থেকে সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের পুরস্কৃত করে আসছে।
১৯৬২ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হবার দুই বছর পর অর্থাৎ ১৯৬৪ সালের পর থেকে কয়েকশত ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠান পেয়েছে মর্যাদার এই পুরস্কার।