সাভারে আশুলিয়ার গকুলনগর উচ্চ বিদ্যালয়ের ভোগদখলে থাকা জমি দখল চেষ্টার বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবকসহ এলাকাবাসী শান্তিপূর্ণভাবে রাস্তায় হাতে হাত ধরো দাঁড়িয়ে ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন করে।
২৬ জানুয়ারি রবিবার দুপুরে বিদ্যালয় সংলগ্ন গকুলনগর বাজারের সামনে রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে গকুলনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহন করেন।
গকুলনগর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য আব্দুল মান্নান জানান, স্কুলের এই জমি ১৯৮৭ সাল থেকে সরকারের কাছ থেকে লিজ নিয়ে ভোগদখলে রয়েছে। একটা কুচক্রী মহল ও ভূমিদস্যু যার নেতৃত্বে রয়েছে এ্যাডভোকেট সানোয়ার, সে এবং ফেরদৌস দেওয়ান ও সাইফুল ইসলাম স্কুলের দখলে থাকা জমি দখলের পায়তারা চালাচ্ছে। এলাকার কিছু কুচক্রী মহলও তাদের সাথে রয়েছে বলেও জানান তিনি।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নাজমুল হক আলী জানান, মানববন্ধনের উদ্দেশ্য হলো কিছু ভূমি দস্যু এই বিদ্যালয়ের জমি দখলের পায়তারা করে আসছে। তারা নানাভাবে মামলা ও জীবননাশের হুমকি দেয়া সহ বিভিন্ন ধরনের হয়রানি করার চেষ্টা করছে। তার ছাত্রাবস্থা থেকেই দেখে আসছে ঐ জমি স্কুলের দখলে।
মানববন্ধনে আসা সিনথিয়া আক্তার কেয়া জানায়, 'আমাদের স্কুলের জমি যেসব ভূমিদস্যু ও দালালরা অন্যায়ভাবে দখল নিতে চেষ্টা করায় তাদের বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রীর স্কুলের জমি রক্ষা করার জন্য বিণীত আবেদন করছেন তিনি।
গকুলনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াদ আলী বলেন, দীর্ঘদিন যাবত বিদ্যালয়ের নামে এই জমি ভোগদখলে রয়েছে। এখানে স্কুল কেন্দ্রিক একটা সুষ্ঠু ও সুশৃংখল পরিবেশ বজায় রয়েছে। ইদানিং কতিপয় দালালচক্র বিদ্যালয়ের ভোগদখলে থাকা জমি দখল করার পায়তারা করছে। এজন্যই আজ এলাকার সকল শিক্ষানুরাগী সহ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ভূমিদস্যুদের বিরুদ্ধে এক হয়ে হাতে হাত ধরে এই মানববন্ধনে অংশ নিয়েছেন।