সাতকানিয়ার হাসিনা বেগম ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে।তার স্বামী বেঁচে নেই যার ফলে সংসার চালাতে অনেক সমস্যারই সম্মুখীন হতে হয় হাসিনা বেগমকে। দুই ছেলে এক মেয়ে ক্যানসার আক্রান্ত হাসিনা বেগমের। তার তিন সন্তান পড়াশুনায় অধ্যয়নরত করছে।
সংসারে রোজগার করার মত তেমন কেউ নেই।ক্যানসার আক্রান্ত হাসিনা বেগম বাড়ি বাড়ি গিয়ে সিলাই কাজ করে সংসার চালাতো অনেক কস্ট,না খেয়ে দিনপাত করে। বেশ কিছুদিন আগে হাসিনা বেগমের এই রোগ ধরা পড়ে পরীক্ষা নিরীক্ষার ।ডাক্তার জানায় তাকে বাঁচানোর জন্য প্রয়োজন বহু টাকা।কিন্তু হাসিনা বেগমের পরিবারের পক্ষে এতগুলো টাকা জোগাড় করা কোনভাবেই সম্ভব নয়। তাই বাধ্য হয়েই এই রোগ নিরাময়ের জন্য আর্থিক সহায়তার আকুতি মিনতি জানিয়েছে ক্যানসার আক্রান্ত হাসিনা বেগমের ছেলে- মেয়ে। -বিজ্ঞপ্তি
যোগাযোগের ঠিকানা: সাতকানিয়া, বড় বাজার, চট্রগ্রাম।
সাহায্যে পাঠানোর জন্য যোগযোগ করুনঃ
মো: শফি (বড় ভাই)
বিকাশ নম্বর: ০১৯১৯৩০৫৯২০ (পার্সোনাল)
নগদ নম্বার : 01919305920 ( পার্সোনাল)