সাভারে সুগন্ধা হাউজিং কোম্পানী বামনি খাল ও জলাশয় ভরাট করে চলছে দখলের মহোৎসব
রফিকুল ইসলাম জিল্লু, সাভার থেকেঃ ঢাকার সাভার উপজেলায় তেঁতুলঝোড়া ইউনিয়নে হেমায়েতপুর আলম নগর সুগন্ধা হাউজিং কোম্পানী বালি ফেলে বামনি খাল ও জলাশয় ভরাট করে চলছে দখলের মহাৎসব।
আমিন বাজার রাজস্ব সার্কেল ভূমি অফিস অবস্থিত রয়েছে সুগন্ধা হাউজিং কোম্পানীতে। ভূমি অফিস থেকে প্রায় দুই শো গজ দুরে কোন্ডা চান্দুলিয়া মৌজায় বামনী খাল ও জলাশয় ভরাট করা হচ্ছে, অথচ প্রশাসন এ ব্যাপারে নিরব ভুমিকায় পালন করতে দেখা গেছে।
স্থানীয়রা সাংবাদিকদের নিকট অভিযোগ করে বলেন, আলম নগর সুগন্ধা হাউজিং কোম্পানী বহুদিন ধরে এই খাল ও জলাশয় ভরাটের পায়তারা করে আসছিলো। এর আগেও কয়েক বার তারা বালি ফেলে খালটি ভরাটের চেষ্টা চলালে এলাকাবাসির বাধার মুখে বালি ভরাট করা কিছু দিন বন্ধ রাখে।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যাক্তি বলেন, সুগন্ধা হাউজিং তাদের ক্ষমতার দাপটে তাদের কিছু সন্ত্রাসী বাহিনী দ্বারা প্রহারায় রেখে রাতের আধারে কোন্ডা এলাকায় চানদুলিয়া মৌজায় বামনি খালটি বালি ফেলে ভরাট করা হচ্ছে।
তিনি আরো বলেন, সুগন্ধা হাউজিং কোম্পানী সরকারী আইন ও নিয়ম নিতি না মেনে ঢাকা রাজউকের অনুমোদন ছাড়া অবৈধভাবে বামনি খাল ও জলাশয় গুলো ভরাট করছে।
এসময় তিনি আরো বলেন, আমরা দেখেছি এর আগে খাল ও জলাশয় ভরাটের দায়ে মহামান্য হাইকোর্ট মধুমতি মডেল টাউন কে অবৈধ ঘোষনা করেছে। এখন দেখছি হেমায়েতপুর আলম নগর সুগন্ধা হাউজিং কোম্পানী ঠিক একই কাজটি করে আসছে। অথচ সুগন্ধা হাউজিং এ আমিন বাজার রাজস্ব সার্কেল ভুমি অফিস রয়েছে । ভুমি অফিসের পাশেই চলছে কোন্ডা বামনি খাল ও জলাশয় ভরাটের কাজ ।
[caption id="attachment_2765" align="alignleft" width="150"] সাভারে সুগন্ধা হাউজিং কোম্পানী বামনি খাল ও জলাশয় ভরাট করে চলছে দখলের মহোৎসব। এসব অবৈধভাবে ভরাট হয়ে যাওয়া খাল ও জলাশয় উদ্ধারে সরকারের দৃষ্টি দেওয়া উচিত বলে মনে করছেন স্থানীয় ও সচেতন মহল।[/caption]
তবে এ ব্যপারে এখন প্রর্যন্ত আমিন বাজার রাজস্ব সার্কেল সহকারী ভুমি কর্মকর্তা নিরব ভুমিকা পালন করছে বলে অভিযোগ স্থানীয়দের।
এ ঘটনায় কর্তৃপক্ষের সাক্ষাতকার গ্রহন করতে চাইলে সুগন্ধা হাউজিং কোম্পানির চেয়ারম্যান হাজী মোঃ আলম চাঁন খুজে না পাওয়ায় কোন মন্তব্য পাওয়া যায়নি । এঘটনায় হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপনারা এসিল্যান্ড এর সাথে কথা বলেন।
এব্যপারে আমিন বাজার রাজস্ব সার্কেল সহকারী ভুমি কর্মকর্তা হ্যাপী দাস এর মুঠোফো বার বার ফোন করে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোনে সংযোগ পাওয়া সম্ভব হয়নি।