সত্যের সংবাদ,স্পোর্টসঃবৃহস্পতিবার প্রথমবারের মতো ইতিহাস গড়লেন ১৯-অনূর্ধ্ব যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ। নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে বাংলাদেশ পচেফস্ট্রুমে উড়িয়েছে বাংলার বিজয়ের লাল-সুবুজের পতাকা। সেঞ্চুরি করে
মাহমুদুল হাসান জয় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত।
বাংলাদেশের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২১১ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৩৫ বল হাতে রেখে ৬ উইকেটের বিশাল জয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের যুবারা। রবিবার ফাইনালে বাংলাদেশের বনাম ভারত।
বাংলাদেশে যুবরা ভারতের সাথে ক্রিকেট খেলে বিজয় নিশ্চিত করবে বলে ১৬ কোটি বাংলার মানুষের প্রত্যাশা।আগামী ৯ ফেব্রুয়ারি ফাইনাল খেলবে ভারতের সাথে বাংলাদেশ।
স্কোর: বাংলাদেশ ২১৫/৪ (৪৪.১ ওভার)
নিউজিল্যান্ড ২১১/৮ (৫০ ওভার)
সেঞ্চুরি করেনঃ ৯৬ থেকে বাংলাদেশের রান একলাফে ১০০। সেঞ্চুরি। বিশ্বকাপের সেমিফাইনালে সেঞ্চুরি জয়ের জয়ের পথে এগিয়ে রাখে বাংলাদেশ।
মাহমুদুল হাসান জয় ১২৭ বলে ১৩ বাউন্ডারিতে শতরানের ইনিংসটি জয়ের নিন্ধনে পৌছে দেয়।
৭ম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে যুব বিশ্বকাপে সেঞ্চুরি পেলেন জয়।
শুরুতেই শুরুতে হোঁচট খায় বাংলাদেশ। ২১২ রান তাড়া করতে নেমে ৩২ রান তুলতে উদ্বোধনী দুই ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। তানজিদ ফেরার পরপরই পারভেজ হোসেন ইমন আউট হন। পেসার ডেভিড হ্যানককের দুর্দান্ত ডেলিভারীর কোনো উত্তর জানা ছিল না ইমনের। উইকেটের পেছনে ক্যাচ দেন ১৪ রানে। তার আউটের সময় বাংলাদেশের রান ২ উইকেটে ৩২।
শেষটায় বিবর্ণ বাংলাদেশ, রঙিণ নিউজিল্যান্ড
শেষ ৩ ওভারে ৩৭ রান তুলে নেয় নিউজিল্যান্ড। ৪৭ ওভারে তাদের রান ছিল ১৭৪। তাতে নিউজিল্যান্ড পেয়েছে ভালো ২১১ রানের একটি স্কোর ঘরে তুলে।
৩২ ওভারে শতরান নিউজিল্যান্ড:
৩২তম ওভারে দলীয় শতরানের মুখ দেখে নিউজিল্যান্ড। শতরানের আগেই বাংলাদেশের বোলিংয়ে তাদের চার ব্যাটসম্যানকে সাজঘরে ফিরে দেয়।
শুরুতে পাওয়ার প্লে কাজে লাগাতে পারেনি নিউজিল্যান্ড। বাংলাদেশের বোলিংয়ে ১০ ওভারে তারা তুলেছে ২৬ রান তুলে। ঘটে বিপর্যয়।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, আকবর আলী (অধিনায়ক), শামীম হোসেন, তানজিদ হাসান সাকিব, রাকিবুল হাসান, হাসান মুরাদ, শরীফুল ইসলাম।
এবার শেষ চারে ১০৪ রানের বিশাল জয় পায় বাংলাদেশ। উড়িয়ে দক্ষিণ আফ্রিকাকে। পচেফস্ট্রুমে ব্যাট-বলের অলরাউন্ড পারফরম্যান্স বাংলাদেশ যুবদের।
উল্লেখ্য, যুব বিশ্বকাপের কোনো আসরে ফাইনালে খেলা হয়নি বাংলাদেশের। ২০১৬ সালে ঘরের মাঠে বাংলাদেশ শেষবার উঠেছিল সেমিফাইনালে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে শিরোপার স্বপ্ন ভাঙে স্বাগতিকদের। যুব বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য তৃতীয় স্থান। ওই আসরে শ্রীলঙ্কাকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশ।