নিজস্ব প্রতিবেদক, কেরানীগঞ্জেঃ
কেরানীগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতের পর স্বামী আত্মহত্যা করেছেন। স্ত্রীকে হত্যার উদ্দেশে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সেই ছুরি দিয়ে স্বামী নিজেই আত্মহত্যা করার খবরটি এলাকায় ছড়িয়ে পরে।
গেল বৃহস্পতিবার গভীররাতে আগানগর ইউনিয়নের আলম মার্কেট বেড়িবাধ এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত ব্যাক্তির নাম মো. রাসেল (২৬) পিতা সেলিম হাওলাদার। তার গ্রামের বাড়ি খুলনা বাগেরহাট এবং আহত স্ত্রীর নাম মোসা. আম্বিয়া বেগম (২৩), পিতা মৃত আব্দুর রশিদ সে ভোলার স্থাযী বাসিন্দ। তারা কেরানীগঞ্জের তৈলঘাট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো।
স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জেড় ধরে এ ঘটনাটি ঘটেছে। রাসেলের সাথে আম্বিয়ার বিয়ে হয় ৬ মাস আগে। আম্বিয়ার আগে আরেকটা বিয়ে হয়েছিল আগেই। তাদের সংসারেএকটা ছেলে সন্তানও আছে।
পুলিশ জানায় বিয়ের পরে রাসেল বিষয়টি জানতে পারলে তাদের মধ্যে শুরু হয় কলহ শুরু হয়।
আম্বিয়া ছুরির কোপের আঘাতে মাটিতে লুটিয়ে পড়লে সে মারা গেছে ভেবে পরে নিজের ওই ছুরি দিয়ে তার বুকে আঘাত করেন।
এ ঘটনায় এলাকাবাসী দুজনকেই চিকিৎসার জন্য মিটফোর্ড হাপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করলেও আশঙ্কাজনক অবস্থা আম্বিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান জানান, আম্বিয়া ছুরির কোপের আঘাতে মাটিতে লুটিয়ে পড়লে সে মারা গেছে ভেবে পরে নিজের ওই ছুরি দিয়ে তার বুকে আঘাত করেন রাসেল।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।