করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে চিন থেকে ফেরৎ এক বাংলাদেশী শিক্ষার্থী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি,তাজদিদ হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত কিনা চিকিৎসকরা এখনো নিশ্চিত নয়।
নিজেস্ব প্রতিবেদক,রংপুর থেকেঃ
করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে চিন থেকে ফেরৎ বাংলাদেশী এক যুবককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ভর্তির পরপরই তাকে মেডিকেলের আইস্যুলেশন ওয়ার্ডে নেয়া হয়।
মেডিকেল কলেজের অতিরিক্ত পরিচালক ডা. মোকাদ্দেম হোসেন জানান, গত ২৯ জানুয়ারী চীন থেকে ফেরত আসা তাজদিদ হোসেন বিমানবন্দরে পরীক্ষা নিরীক্ষা শেষে তিনি নীলফামারীর ডোমারের বাড়িতে যান। তার হঠাৎ করে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হলে সকালে বাড়িতে অসুস্থ বোধ করে।এরপর দুপুরে তাকে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তাসদিদ হোসেন চীন দেশের আনহুই প্রদেশের আনহুই ইউনির্ভাসিটি এন্ড টেকনোলজিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিপ্লেমা করার জন্য গত ২০১৭ সালের জুন মাসে চীনে যায় । সেখানে প্রায় আড়াই বছর ধরে পড়া লেখা করে তার বাড়ি নীলফামারী জেলা ডিমলা উপজেলার মির্জাহুহগঞ্জ গ্রামে চলে আসেন তার বাবার নাম আলতাফ হোসেন।
তাজদিদ হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত কিনা চিকিৎসকরা এখনো নিশ্চিত নয়। এদিকে মেডিকেলে পরীক্ষা নিরীক্ষার কোন ব্যবস্থা না থাকায় বিষয়টি আইডিসিআরকে জানানো হয়েছে বলে জানান রংপুর মেডিকেলের অতিরিক্ত পরিচালক ডা. মোকাদ্দেম হোসেন।