লেখক,শেখ এ কে আজাদ
তিতাস গ্যাস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্শন করছি যে, আপনারা নিয়মিত বা অনিয়মিতভাবে শুধু অবৈধ গ্যাস লাইন কেটে যাচ্ছেন সাভার ও আশুলিয়া এলাকায় । গ্যাস সংযোগ প্রদানের আড়ালে যারা জরিত ও যারা চুলায় ব্যবহার করছে তারা 'সম-অপরাধী' হচ্ছে বলে দাবী , তাদের শাস্তির আওতায় কেন আনা হচ্ছে না এটি সচেতন বৈধ গ্যাস সংযোগকারীরা জানতে ইচ্ছুক।
সংবাদ কর্মীরা শুধু ১০০০ বা ততোধিক পরিবারের গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন করছে এমন সংবাদ লিখে যাচ্ছে, প্রচার-প্রচারনা হচ্ছে বা সমাজের চোখে পরছে। তার কোন প্রতিকার বা শাস্তি হিসেবে জেল-জরিমানা নেই। এসব অপরাধীরা ধরা ছোয়ার বাহিরে কেন ?
যারা আজ এ অবৈধ গ্যাস সংযোগ নিয়ে দিনের পর দিন গ্যাস জ্বালিয়ে যায় তাদের জেল ও অর্থদন্ডে দন্ডিত হচ্ছে না কেন? যেখানে দিনভর উচ্ছেদের সময়কাল হাকিম ও নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়।
আবার অবৈধ সংযোগের নামে মামলা হলেও তার কোন অভিযান হয় না। হাজার গ্যাস লাইন সংযোগ হলেও আটক বা গ্রেফতার নেই। তাই যারা অবৈধভাবে সংযোগ দেন বা নেন তারা আইনকে শ্রদ্ধা দেখানো ভুলে যাবার পথে। দূর্ণীতি দমন ও সরকারকে ব্যবস্থা নিতে অনুরোধ করছেন সাভার উপজেলার সচেতন গ্যাস সংযোগকারীরা।
সমাজের সচেতন মহলের দাবী সাথে সাথে জেল-জরিমানার আওতায় না আসলে এ অভিযান একসময় হাস্যরসে পরিনতি হবে বলে মনে করছেন তারা।
আহবায়ক,শেখ এ কে আজাদ (সাংবাদিক)
সাভার প্রেস মিডিয়া কল্যান সমিতি।