শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভারের রেডিওকলোনি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত র্যাব ৪ এর অভিযানে অবৈধভাবে গরু মাংশ আমদানী করে সংরক্ষন করার অপরাধে এনামূর রহমান (৪০)কে আটক ও অনাদায়ে ২ লক্ষ টাকা জরিমানা করেছে র্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত।।
আটককৃত এনামূর রহমান (৪০) গোপালগঞ্জ এলাকায় বাড়ী। বর্তমানে সাভার পৌর বাটপাড়া এলাকায় একটি দোকান ভাড়া করে বেশ কিছুদিন যাবৎ মাংশ বিক্রি করে আসছিলো কর্মচারীদের দিয়ে। আর তিনি এ অবৈধভাবে আমদানীকৃত মাংশ সাভারসহ বিভিন্ন রেস্তোরায় কমদামে বিক্রি করে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। তিনি জানায়, প্রতিমাসে এক টন করে গরুর মাংশ তিনটি ডিপ ফ্রিজে রেখে বিক্রি করে।
র্যাব-৪ এর কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, এসব গরু মাংশ আমদানী ও বিক্রি নিষিদ্ধ থাকলেও সাভারের বিভিন্ন রেস্তোরাসহ চাইনিজ রেস্তোরায় এসব মাংশ কম দরে বিক্রি করে দীর্ঘ দিন থেকে ক্রেতাদের সাথে প্রতারনা করে আসছিলো। এ অবৈধ প্রতিষ্ঠান বিক্রিয় নিষিদ্ধ মজুদকৃত মাংশ জব্দ করা হয়। অভিযানের সময় সাভার পৌর ও প্রানী সম্পদ কর্মকর্তাসহ পর্যাপ্ত পরিমানে র্যাবের সদস্যরা উপস্থিত ছিলো
র্যাব-৪ এর নির্বাহী হাকিম আনিছুর রহমান জানান, সাভারের রেডিওকলোনি দীর্ঘ দিন যাবৎ নয়াবাড়ী বাটপাড়া এলাকায় একটি বাসা বাড়ীতে অবৈধভাবে ইন্ডিয়া থেকে গরুর মাংশ আমদানী করে সংরক্ষন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার র্যাব ৪ এর অভিযান চালিয়ে একজনকে আটক, ২ লক্ষ টাকা জরিমানাসহ ফ্রিজে রাখা ৪ মন মাংশ জব্দ করা হয়েছে।আটকৃত গরুর মাংশ পরীক্ষা- নিরীক্ষা করার পর পরবর্তী আরো আইন আনুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান র্যাবের ভ্রাম্যমান আদালতের হাকিম।
[caption id="attachment_2973" align="aligncenter" width="300"] সাভারের এক গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত র্যাব ৪ এর অভিযানে অবৈধভাবে গরু মাংশ আমদানী করে সংরক্ষন করার অপরাধে এক ব্যবসায়ীকে আটক ও অনাদায়ে ২ লক্ষ টাকা জরিমানা করেছে র্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত। - সত্যের সংবাদ.কম[/caption]