সাভার পৌর গেন্ডা এলাকায় জমি দখলকে কেন্দ্র করে ভূমিদস্যু সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন,আটক-১
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভারে জমি দখল কে কেন্দ্র করে ভূমিদস্যু সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
বৃহস্পতিবার দুপরে সাভার পৌর এলাকার গেন্ডা আল মুসলিম এর পিছনে এ ঘটনা ঘটে। জমির মালিক মোঃ মনোয়ার হোসেন মিষ্ঠু সহ কয়েক জন জমিতে গিয়ে দখলের বাধা প্রদান করতে গেলে উৎপেতে থাকা ভূমিদস্যু বাহীনি তাদের লাঠিসোটা,দাড়ালো অস্ত্রের আঘাতে ১০ জনকে আহত করে।
এসময় গুরুতর অবস্থায় আহত ৫ জনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং অন্যন্য আহত ফার্মেসীতে চিকিৎসা চিকিৎসা প্রদান করা হয়েছে।
https://youtu.be/ORtrL19hVjY
সন্ত্রাসীর হামলায় আহতরা হলেন, মোসাম্মত ইসমতারা,রফিকুল ইসলাম উজ্জল,মনির হোসেন,সাভার পৌর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মোশারফ হোসেন,মোঃমনোয়ার হোসেন মিষ্ঠু।
মোসাম্মত ইসমতারা দাড়ালো অস্ত্রের কুপে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় জখম হলে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
খবর পেয়ে ঘটনা স্থলে সাভার মডেল থানা পুলিশ পরিদর্শন করে ডিব্বা সোহেল (৩০) নামে একজনকে আটক করেছে। এ ঘটনায় ভূমিদস্যুদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
জমির মালিক মোঃমনোয়ার হোসেন মিষ্ঠু জানান, তার ভাবী মোসাম্মত ইসমতারা দাড়ালো অস্ত্রের কুপে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় জখম হলে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে এখনো ভর্তি রয়েছেন। তিনি আরো জানান এ ঘটানা পূর্বে ভূমিদস্যুদের বিরুদ্ধে কোর্ট ও থানার মাধ্যমে মামলা রয়েছে। জমির মালিক মোঃমনোয়ার হোসেন মিষ্ঠু আরো জানান উৎরাধীকার সূত্রে ৪৫ শতাংশ জমির মালিক তারা। কিন্তু দামী জমি হওয়ায় স্থানীয় ভূমিদস্যুদের নজরে আসলে সোহরাবগং দখলের পায়তারা চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ত্রাসী ভূমিদস্যু রুহুল ও দিপু গেন্ডা এলাকায় বিকাশ ব্যবসায়ীর নিকট থেকে ২২ লক্ষ টাকা ছিনতাইয়ের মামলা রয়েছে। তারা প্রতিনিয়ত এলাকায় বিভিন্ন আতঙ্ক সৃষ্টি করে আসছে।
তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন এলাকার ভুক্তভোগিরা।
রফিকুল ইসলাম উজ্জল জানান,বৃহস্পতিবার দুপুর আড়াটার সময় এ হামলার স্বীকার হয়ে তিনি হাসপাতালে ভর্তি হোন। সোহরাব গং এর ভুমিদস্যু হামলাকারীরা তাকে দেখেই প্রথমে হাতে থাকা রড দিয়ে পিটিয়ে বাম হাত জখম করলে মাটিতে লুটিয়ে পরলে তাকে দেহের বিভিন্ন জায়গায় আঘাত করে।