বই মেলায় হানিফ সংকেত এর বই
‘টনক নড়াতে টনিক’
ষ্টাফ রিপোর্টারঃ
এবারের অমর একুশের বইমেলায়ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও লেখক হানিফ সংকেত এর একটি বই প্রকাশিত হয়েছে। বইটির নাম ‘টনক নড়াতে টনিক’। গভীর পর্যবেক্ষণ, রমণীয় বর্ণনা, ক্ষুরধার বুদ্ধিবৃত্তি তার উপস্থাপিত বিষয়গুলোকে করে তোলে জীবন্ত।
আমাদের সাংসারিক বিষয়ে একটি প্রচলিত বচন, ‘খনক করে বাজলে কাঁকন টনক নড়ে কর্তার’ অর্থাৎ অমনযোগী কর্তার দৃষ্টি আর্কষণে কর্ত্রীর একটি কৌশল এই কাঁকন বাদন। সংসারের ছোট পরিসর থেকে বাইরে এলেও দেখা যাবে বিভিন্ন ক্ষেত্রে সময়মত আমাদের টনক নড়ে না। যখনই কোন দুর্ঘটনা ঘটে তখনই টনক বাবাজী নড়ে উঠে অর্থাৎ ধাক্কা না খেলে আমাদের হুঁশ হয় না। বিপথ, কুপথ থেকে সুপথে আসার জন্যেই প্রয়োজন সময়মত টনক নড়া। আর এসব বিষয় নিয়েই বিভিন্ন সময় পত্রিকায় প্রকাশিত কলামগুলো নিয়ে এবারের বই মেলায় হানিফ সংকেত এর প্রকাশিত গ্রন্থ ‘টনক নড়াতে টনিক’।
সংগ্রহীত