একুশের প্রথম প্রহরের সাভারে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাঃ এনামুর
সাভার সরকারী অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে একুশের প্রথম প্রহরের ফুল দিয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে ভাষা শহীদদের। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে (প্রথম প্রহরে) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধ জানান।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমান ঝুমন, সাভার পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল গণি, প্যানেল মেয়র কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা, সাভার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি, সহকারী কমিশনার (ভূমি) সাভার সার্কেল আব্দুল্লাহ আল মাহফুজ, সহকারী কমিশনার (ভূমি) আশুলিয়া সার্কেল তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সহকারী কমিশনার (ভূমি) আমিনবাজার সার্কেল হ্যাপী দাস, সাভার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ফুলকি’র সম্পাদক নাজমুজ সাকিব ও সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন।
এছাড়া ভাষা শহীদদের স্মরণে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটন, পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন, ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাভার সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা, সাভার নাগরিক কমিটির সভাপতি কৃষিবিদ ড. রফিকুল ইসলাম ঠান্ডু মোল্লা, সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শওকত আলী মাহমুদ ও সাধারণ সম্পাদক সালাহউদ্দিন খান নঈম, সাভার নাগরিক কমিটির নেতা ডাক্তার আব্দুর রাজ্জাক, সরকারী অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন পিটার গোমেজ, ফোয়সের সিনিয়র সহসভাপতি ওয়াকিলুর রহমান, ফোয়াস নেতা রাসেল উদ্দিন প্রিন্স, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কামান্ড সাভারের নেতা গোলাম ফয়েজ উদ্দিন খান শিহাব, ঢাকা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাভার থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, আওয়ামী লীগ নেতা মো: রমজান আহম্মেদ, সাভার দলিল লেখক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীম প্রমুখ।
এসময় সাভার উপজেলা প্রশাসন, সাভার পৌরসভা, সাভার উপজেলা আওয়ামী লীগ, সাভার মুক্তিযোদ্ধা সংসদ, সাভার প্রেসক্লাব, সাভার সরকারী কলেজ, সাভার মডেল থানা, দুর্নীতি প্রতিরোধ কমিটি সাভার শাখা, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ, সাভার থানা ছাত্রলীগ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগ, বিএলআরআই, ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-৩, সাভার দলিল লেখক সমিতি প্রমুখ ও ব্যক্তি সংগঠন। এসময় সর্বস্তরের মানুষের ঢল নামে শহীদ মিনার প্রাঙ্গে রক্ত দিয়ে যে মিনার গড়েছেন ভাষা শহীদ-সংগ্রামীরা, ফুলেল ভালোবাসা আর শ্রদ্ধাঞ্জলি দিয়ে তা পূর্ণ করে তুলেছিলেন আপামর ছাত্র-জনতা। সকলেই শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে নীরবে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান তারা।