প্রধান শিক্ষক আব্দুর রহীম স্কাউটে অংশগ্রহনে নেয়া শিক্ষার্থীদের স্কাউট পরিদর্শন
তথ্য ও ভিডিও চিত্র সাংবাদিক শেখ এ কে আজদঃ
https://youtu.be/AqEuOCZ2bW0
সাভারের চাপাইন নিউ মডেল হাইস্কুলে স্কাউট প্রশিক্ষনে অংশগ্রহ করছে শিক্ষার্থীরা। এসময় স্কুলের ক্রিড়া শিক্ষক মোঃ এমরান হোসেন, সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক মোঃ গোলাম গোলাম ছামদামীর উপস্থিতে প্রধান শিক্ষক আব্দুর রহীম স্কাউটে অংশগ্রহনে নেয়া বৃহস্পতিবার (২৭ ফেব্রয়ারি) দুপুরে শিক্ষার্থীদের স্কাউট পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি বলেন এ স্কাউটের মাধ্যমে শিক্ষার্থীদের শরীর গঠনে অন্যতম ভূমিকা পালন করে। এর ফলে লিখাপড়ায় তাদের মনোযোগ হতে পারে।
সম্পাদনায়ঃ মর্জিনা পারভীন