ভোলায় এক সাংবাদিক পরিচয়য়ে সাধারণ মানুষকে প্রতারনার ফাঁদে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা
ডেক্স সংবাদঃ
দৈনিক আমাদের বরিশাল পত্রিকার চরফ্যাশন উপজেলা প্রতিনিধি পরিচয় দিয়ে সাধারণ ব্যবসায়িক, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি জিবি ও অসহায় অসংখ্য সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লক্ষ টাকা কবির নামে তথাগথিত এই সাংবাদিক। ভুক্তভোগীদের মধ্যে অন্যতম (০১)মোঃ সালাউদ্দিন, ইলেকট্রনিক ব্যবসায়িক মুন্সিরহাট,তার নামে বিভিন্ন মিথ্যা প্রচার করার ভয় দেখিয়ে বিভিন্ন সময় নগদ টাকা হাতিয়ে নিয়েছেন গত ১৫-০২ নগদ ১০,০০০ টাকা হাতিয়ে নেয়। (০২) ইসমাইল কাজি আবুবকরপুর ইলেকট্রনিক ব্যবসায়িক তার কাছে ও একাধিক বার নগদ টাকা হাতিয়ে নেয়। (০৩) সু-সঙ্কর ওসমানগঞ্জ তার কাছে ও একাধিক বার চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে সাংবাদিক পরিচয় দেওয়া কবিরের প্রতি। (০৪)রসিদ মোল্লার কাছ থেকে ১০,০০০ টাকা হাতিয়ে নেয় চক্রটি। (০৫) ইলিয়াস কাজি মাদ্রাসা শিক্ষক তার কাছে অনেক দিন যাবৎ চাঁদা চেয়ে আসছেন সাংবাদিক পরিচয় দেওয়া কবির সে চাঁদা নাদিলে তার নামে মিথ্যা প্রচার করার হুমকি প্রধান করেন ।এবং ভোলা সরকারি কলেজের ছাত্র মোঃ রমিজ উদ্দিন রাজার কাছ থেকে বিভিন্ন ভাবে চাঁদা চেয়ে আসছেন সাংবাদিক পরিচয় দেওয়া কবির ওরফে (ওলা কবির)। আমরা এই কবিরের দৃস্টান্ত মুলক শাস্তি চাই এবং দুলারহাট থানা কতৃপক্ষ কে সঠিক তদন্ত করার জন্য অনুরোধ করছি।
সূত্রঃ অনলাইন