ধামরাই শাখা নিসচার পক্ষে দৃষ্টি আকর্ষণ
সম্মানিত উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন ও স্থানীয় থানা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, ইজিবাইক ও সিএনজি গুলোতে যত্রতত্র ডান পাশ দিয়ে যাত্রী উঠানামা করানো বন্ধে উদ্যোগ গ্রহণ করার আহবান জানাচ্ছি। এতে দূর্ঘটনা ঘটার পূর্বেই দূর্ঘটনা প্রতিরোধ হবে আশা করছি। কেননা ধামরাই ঢুলিভিটা থেকে ধামরাই বাজার ও বাইপাস দিয়ে চলে যাওয়া আঞ্চলিক মহাসড়কের সংস্কার ও বর্ধন কাজ চলছে এমুহুর্তে রাস্তা বর্ধিত হওয়ায় রিক্সা, ইজিবাইক এর চলাচল এবং দ্রুততার প্রতিযোগিতা বেড়ে গেছে। প্রশাসনিক সিদ্ধান্ত পরিবহন শ্রমিকরা মানবে বলে আশা প্রকাশ করছি।
ধন্যবাদান্তে,
মোঃ রাজিউল হাসান পলাশ
কার্যকরী সদস্য, নিসচা ধামরাই শাখা।