ধামরাইয়ে একটি গাছ ইজিবাইকের উপর পরে সড়ক দূর্ঘটনায় স্বামী- স্ত্রীসহ ৫ জনের প্রান গেল
ধামরাইয়ে বালিয়া মিলগেট এলাকায় সওজ এর টেন্ডারকৃত গাছ কর্তনের সময় গাছের চাপায় একটি হ্যালোবাইকের ৭জন যাত্রীর মধ্যে স্বামী স্ত্রী সহ পাঁচজন নিহত এবং আহত হয় আরোও ২ জন। বালিয়া ইউনিয়ন পরিষদ হতে বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধিভাতা সংগ্রহ করে ফেরার পথে রাস্তার গাছের চাপায় নিহত হয়েছেন তারা।
সোমবার (৯ মার্চ) দুপুর ২টায় উপজেলার আঞ্চলিক মহাসড়কের বালিয়া ইউনিয়নের চৌরাস্তা- মাদারপুর এলাকায় এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।
এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। নিহতদের উদ্ধার করে স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তর করেন।
ঘটনার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ সামিউল হক এবং ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা জানিয়েছেন, কালামপুর বালিয়া সড়কটির গাছ কেটে নিচ্ছিল একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। গাছ কাটার সময় খেয়াল না করাই অনেক বড় একটি গাছ যাত্রীবাহী ইজিবাইকের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় ৫ জন। এদের মধ্যে বাইচাল সরকার পাড়া গ্রামের আমিনুল ইসলাম এবং তাঁর স্ত্রী জাহানারা বেগম নিহত হয়। এ রিপোর্ট লিখা পর্যন্ত সকলের পরিচয় সনাক্ত হয়নি
এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি)দিপক চন্দ্র সাহা বলেন, নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, ঘটনার সাথে জড়িতদের আটক করার অভিযান অব্যাহত রয়েছে