সাভার পৌর মেয়রকে হত্যাচেষ্টা উদ্দেশ্যে বাসভবনে দূর্বৃত্তরা প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভার পৌর মেয়র হাজীী আব্দুল গণির নিজ বাসভবন থেকে ২০ ভরি স্বর্ণালংকার ও ২ লক্ষ টাকা নগদসহ লুটপাটের ঘটনা ঘটেছে। তবে বিষয়টিকে নিছক চুরি কিংবা ডাকাতি নয় উল্লেখ করে তাকে হত্যাচেষ্টা উদ্দেশ্যে করা হয়েছিল বলে দাবী পৌর মেয়রের। তবে পুলিশের দাবী প্রাথমিক তদন্ত সাপেক্ষে তারা পৌর মেয়রের বাসায় চুরির ঘটনা ঘটেছে এমন মন্তব্য করেছেন।
সোমবার দিবাগত গভীর রাতে সাভারের ব্যাংক কলোনী এলাকায় পৌর মেয়রের নিজ বাসভবনে এই ঘটনা ঘটে।
[caption id="attachment_3664" align="aligncenter" width="300"] সাভার পৌর মেয়রকে হত্যাচেষ্টা উদ্দেশ্যে বাসভবনে দূর্বৃত্ত চোরের দল গ্রিল কেটে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট।[/caption]
সাভার পৌর মেয়র আব্দুল গণি বলেন, চারতলা বাড়ির দ্বিতীয় তলায় তিনি স্ত্রী ও নিচতলায় ছেলের পরিবারসহ তিনি বসবাস করে আসছেন।
গতকাল রাতে ঢাকা থেকে তিনি দেরি করে ফিরে তার শয়নকক্ষে না গিয়ে পাশের আরেকটি কক্ষে তার সহধর্মিণীকে নিয়ে টিভি দেখছিলেন। পরে রাত গভীর হলে ওই কক্ষেই ঘুমিয়ে পড়েন তারস। এরপর গভীর রাতে ভবনের চার তলা ও দ্বিতীয় তলার জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে দুষ্কৃতিকারীরা। এসময় দ্বিতীয় তলার তালাবদ্ধ ওই কক্ষে তাকে না পেয়ে লুটপাট চালানো হয়। একই সময় চার তলার আরো একটি কক্ষে লুটপাট করে তারা। পরে বাসায় থাকা ২০-২৫ ভরি স্বর্ণ ও নগদ ২ লক্ষাধিক টাকা লুট করে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা।
পৌর মেয়র অভিযোগ করে আরো বলেন, চুরি কিংবা ডাকাতির উদ্দেশ্য নয় রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাকে হত্যাচেষ্টা উদ্দেশ্যে করা হয়েছে। এঘটনার সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতিকারীদের আটকের দাবী জানান তিনি।
পৌর মেয়রের বাসায় দুষ্কৃতিকারীদের অনুপ্রবেশের বিষয়টি উদ্বেগ ও দুঃখজনক উল্লেখ করে এঘটনায় দোষীদের দ্রুত আটক করার দাবী জানিয়েছেন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ অংগসংগঠনের নেতাকর্মীরা।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, পৌর মেয়রের বাসভবন ঘেঁষে থাকা বহুতল অপর ভবন ব্যবহার করে জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করেছে অপরাধীরা। দ্বিতীয় ও চতুর্থ তলার কক্ষ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি করা হয়েছে বলে অভিযোগ করছে মেয়রের পরিবার। তবে মেয়রকে হত্যাচেষ্টা জন্য দূর্বৃত্ত চোরেরা এসেছিলো কি না সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এঘটনায় অভিযোগ হলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। তিনি জানান বিষয়টি খুবই দুঃখজনক তবে এসব দূর্বৃত্তরা আইনের আওতায় আসবে।
এ বিষয়ে সাভার পৌর যুবলীগ নেতা কামরুল হাসান শাহিন বলেন,পুলিশ তদন্ত করে দূর্বৃত্ত চোরদের আটকের মাধ্যমে আইনের আওতায় আনা হলে আসল রহস্য বেড়িয়ে আসবে। দ্রুত এসব দূর্বৃত্তদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।