ঢাকা জেলায় দ্বিতীয় বারেরমত শ্রেষ্ঠ পুরস্কার পেলেন আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু
শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা জেলার আশুলিয়া থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় দ্বিতীয় বারের মতো ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ঢাকার ঐতিহ্যবাহী মিলব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে আয়োজিত মাসিক অপরাধ ও কল্যাণ সভায় তাকে ফেব্রুয়ারী-২০২০ সালের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মারুফ হোসেন সরদার বিপিএম (সেবা)-পিপিএম হিসেবে উপস্থিত থেকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ওসি শেখ রিজাউল হক দিপুকে ক্রেস্ট, সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার তুলে দেন তিনি।
আশুলিয়ায়া থানা এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গী দমন, মাদক বিরোধী অভিযান, চুরি-ডাকাতি-ছিনতাইয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানসহ বিভিন্ন গঠনমূলক কাজের স্বীকৃতি ও বিচার বিশ্লেষন করে ওসি শেখ রিজাউল হক দিপুকে ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়।
শ্রেষ্ঠ পুরস্কার পেয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, ঢাকা জেলার পুলিশ সুপারসহ সকল অফিসারদের প্রতি তিনি কৃতজ্ঞ। আশুলিয়া থানার সকল অফিসার-ফোর্সদেরকে তার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেব। এ প্রাপ্তি আমার একার না, সকল সহকর্মীবৃন্দ ভাল কাজ করায় আজ আমি দ্বিতীয় বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হয়েছি। বাকি কর্মজীবনের পুরো সময় পুলিশ হিসেবে সাধারণ মানুষের পাশে থাকতে চায় বলেও আশাবাদ ব্যক্ত করেন ২০০০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদানে গোপালগঞ্জের কৃতি সন্তান পুলিশ বাহিনীর চৌকস ও মেধাবী এই পুলিশ কর্মকর্তান আশুলিয়া থানার ওসি।