জন্মশত বার্ষিকীতে মুজিববর্ষ উপলক্ষে সাভার প্রেস মিডিয়া কল্যান সমিতির পক্ষে সকলকে শুভেচ্ছা ও অভিন্দন
১.জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে সাভার প্রেস মিডিয়া কল্যান সমিতির পক্ষে সকলকে শতবর্ষ মুজিববর্ষের শুভেচ্ছা ও অভিন্দন।
২.প্রতিটি মানুষের হৃদয় হোক বঙ্গবন্ধুর মতই পবিত্র। যিনি এদেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে,তিনি এক মহামানুষ শেখ মুজিব। তিনি আমাদের সকলের প্রেরনার জাগরণী উৎস। তিনি ছিলেন ন্যায় পরায়ন শাসক,ছিলেন সত্য পক্ষে। তিনি আমাদের সোনার বাংলাকে এনে দিয়েছেন। তার নেতৃত্বে ৭ কোটি বাঙ্গালী ঝাপিয়ে পরে পাক হানাদার বাহিনির বিপক্ষে, ছিনিয়ে আনে বিজয় মহা বিজিয়ে দেশ । তিনি ওই সময় খেটেছেন ৯ মাস জেল। তবুও বাঙ্গালী মাথা নত না করে গর্জে উঠে মুজিবকে মুক্ত করে তার সাথে হয় দেশ মুক্ত,হয় স্বাধীন, বিজয়ের মালা গলায় পরে শেখ মুজিব ও তার সাথে ৭ কোটি মানুষের বিজয় হয়।
৩.এখন রয়েছেন ১৭ কোটি মানুষের মানবতার মা শেখ হাসিনা তিনি আপোষহীনভাবে বাংলাদেশের সকল দূর্ণীতি,অপরাধ,জবাদিহিতায় আনতে সক্ষম হচ্ছেন, সকল বিভাগে ডিজিটাল কম্পিউটাররাইজড, সল্প মূল্য মোবাইল, সিম, ৪ জি নেটওয়ার্কে হাতের মুঠোয় সকল খবর,সমূদ্র বিজয়,ব্যাংক নিয়ে গেছেন তৃনমূল পর্যায়ে,চিকিৎসা সেবা হয়েছে উন্নত,গরীব ও দুঃখী মানুষের হৃদয় জুরে তিনি আজ,তিনি রাষ্ট্র পরিচালনায় হয়েছেন সফল প্রধানমন্ত্রী,তিনি মাতৃভাষাকে করেছেন আন্তর্জাতিক, তিনি খাদ্য ঘাটতি মেটাতে নিয়েছিলেন নানা পদক্ষেপ সফল।
৪.আজ শত বর্ষ মুজিব দিবসে শ্রদ্ধাভরে স্বরন করি জাতির জনক শেখ মুজিবকে তার সাথে প্রান ভরে স্বরন করছি মানবতার মা সফল রাষ্ট নায়ক শেখ হাসিনাকে।
শুভেচ্ছা জ্ঞাপন ও লেখকঃ শেখ এ কে আজাদ,সাংবাদিক আহবায়ক,সাভার প্রেস মিডিয়া কল্যান সমিতি।