বিজয়ের মাস ডিসেম্বরে বায়োস্কোপ থিয়েটার মঞ্চে নিয়ে আসছে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক 'এবারের সংগ্রাম'। নাটকটি বায়োস্কোপ থিয়েটারের চর্তুথ প্রযোজনা হবে। এর আগে এবছর ফেব্রয়ারীতে বায়োস্কোপ থিয়েটার মঞ্চায়ন করেছে শেত রাক্ষস নাটকটি।
সাভার উপজেলা মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজতি সাংস্কৃতিক অনুষ্ঠানে নাটকটির উদ্ভোধনী প্রদর্শনী হতে যাচ্ছে। এছাড়াও বিজয়ের মাস উপলক্ষে আগামী ১৭ এবং ২৭ ডিসেম্বর বায়োস্কোপ থিয়েটার এই নাটকটির আরও দুটি প্রদর্শনী করতে যাচ্ছে। অধ্যাপক মমতাজউদদীন আহমদের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন রফিকুল ইসলাম রফিক ।
এবারের সংগ্রাম নাটকটি পাকিস্তানি শাসকগোষ্ঠীর অত্যাচার, নিপীড়ন ও ষড়যন্ত্রের খন্ডচিত্র। পশ্চিম পাকিস্তানের সামরিক জান্তারা ষড়যন্ত্রের জাল বুনে নিরীহ বাঙালির উপর যেসব সিদ্ধান্ত চাপিয়ে দিতে চেয়েছিলো, সেসব সিদ্ধান্তের বিরুদ্ধে পরবর্তীকালে বাঙালিদের প্রতিবাদ ও প্রতিরোধের বহিঃপ্রকাশ নাটক- এবারের সংগ্রাম।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মোঃ তোফাজ্জল হাসেন মায়া, সোহানুর রহমান সৈকত, জায়েদুল তামিম, ইসরাত জাহান মুনমুন, মোঃ সুজন ইসলাম, সুমাইয়া আক্তার সারা, মোঃ রাসেল, জান্নাতুল ফেরদৌস, কাজী আজমেরি হক জয়া, আদনান শাহ্রিয়ার আদিত্য, আদিব শাহ্রিয়ার, এম এম সাখাওয়াত হোসেন নয়ন ,আইরিন সুলতানা ও রাকিবুল ইসলাম রাব্বি।
বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক পারভীন ইসলাম জানান এ নাটকগুলো দেখার জন্য সকলকে আমন্ত্রন রইলো। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটকগুলো দেখলে সকলের স্বাধীনতা সম্পর্কে জ্ঞান বাড়বে।