করোনায় সাভার ও ধামরাইয়ে কোয়ারান্টাইনে বিদেশ ফেরত যাত্রী ২৩ জন,২ জন স্থানীয়
শেখ এ কে আজাদ,প্রতিবেদকঃ
সাভার ও ধামরাইয়ে হোম কোয়ারান্টাইনে ২৩ জন চিকিৎসা সেবা নিচ্ছেন বিদেশ ফেরত যাত্রী,২ জন স্থানীয় রয়েছেন বলে জানা গেছে। বুধবার বিকেলে হাসপাতালে ঘুরে এ তথ্য সংগ্রহ করা হয়েছে।
সাভারে ১৯ জন বিদেশ ফেরত হোম কোয়ারান্টাইনে রেখে চিকিৎসা সেবায় রয়েছেন বলে জানালেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সায়েমুল হুদা।
https://youtu.be/uOUk8VDrERE
তিনি জানান ইতালী ফেরত ১৫ জন সহ ১৯ জন প্রত্যেকে বিদেশ ফেরত যাত্রী। তারা সকলে যার যার বাড়ীতে একা থাকবেন কারো সংস্পর্শে আশা যাবে না। নিয়ম অনুযায়ী রয়েছে কিনা তদারকি করছে সাভার উপজেলা প্রশাসন,সাভার মডেল থানা,সংসদ সদস্য,উপজেলা চেয়াম্যান ও ইউনিয়ন চেয়ারম্যন,চিকিৎসকগন। তারা চিকিৎসা অনিয়ম করে বাহিরে বেড় হলে প্রশাসনিকভাবে ব্যবস্থ্যা নিবে প্রশাসন।
বিদেশ ফেরত যাত্রীরা দেশে আসলে সরকারী নির্দেশ অনুযায়ী ১৪ দিন আলাদা থেকে চিকিৎসা গ্রহন করতে হবে। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে'এ ৬ শয্যা বিশিষ্ট আইসোলেন ও কোয়ারান্টাইনের জন্য আমিন বাজারে ২০ শয্যা হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছে।
অপরদিকে ধামরাই হাসপাতালে ৪ ইতালী ফেরত যাত্রী হোম কোয়ারান্টাইনে রয়েছে, আর স্থানীয় ৩ জন সর্দি কাশি নিয়ে আসলে আইসোলেনে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে ৩ জনের মধ্যে একজনকে সুস্থতা হয়ে বাড়ি ফিরছেন জানিয়েছেন ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ নূর রিফাত আরা।