করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে বঙ্গবন্ধু সাফারী পার্ক অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা
মোহাম্মদ আদনান মামুন, নিজস্ব প্রতিবেদকঃ
করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
আগামী শুক্রবার (২০ মার্চ) থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত দেশের অন্যতম বৃহত্তম এ বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি পার্কটি পরিদর্শন করে বন্ধের সিদ্ধান্ত নেন। এসময় উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক মো. শফিউল আলম চৌধুরী ও পার্কটির প্রকল্প পরিচালক জাহিদুল কবির।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, করোনা রোধে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই জনসমাগম এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। যেহেতু বিনোদন কেন্দ্রে জনসমাগম বেশি হওয়ার সম্ভাবনা থাকে, তাই সরকার পার্কটি বন্ধ ঘোষণা করেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের পার্কটি দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হবে।