সাভারে বিদেশ ফেরত কোয়ারেন্টাইন না মেনে ২ প্রবাসীর বিয়ে বাতিল করলো ভ্রাম্যমান আদালত
শেখ এ কে আজাদ,সাভার থেকে : সাভারে কোয়ারেন্টাইন না মেনে বিয়ের আয়োজনে জনসমাগম করায় সাভারে দুই জার্মান ও পতুগাল প্রবাসীর বিয়ে বাতিল করেছে সাভার উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার বিকেলে সাভারের ডগরমোড়া ও আশুলিয়ার ধলপুর এলাকায় এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান।
এলাকাবাসী জানায়, গত পাঁচদিন আগে জার্মাল ও পর্তগাল থেকে দুই প্রবাসী সাভারে নিজের গ্রামের বাড়িতে ফিরে আসেন। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হলেও সেটা না মেনে তারা বিয়ের আয়োজন করেন। বিয়ের বিষয়টি উপজেলা প্রশাসন খবর পেলে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিয়ের আসর ভেঙ্গে দেন।
পরে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। অন্যদিকে, সাভারে হোম কোয়ারেন্টাইন থেকে মা ও ছেলে পলাতক রয়েছে। বিকেলে খবর পেয়ে ওই বাড়িটি পরিদর্শন করেছেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, গত ১৫ মার্চ মা ও ছেলে ভারত থেকে মানিকগঞ্জের সিংগাইরে নিজ বাড়িতে ফিরে আসেন। পরে সিংগাইর উপজেলা প্রশাসন তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বললে মা ও ছেলে প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে সাভারের ব্যাংক কলোনী এলাকায় ভাড়া বাসায় অবস্থান নেন।
এঘটনায় বৃহস্পতিবার খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেটের আসার খবর পেয়ে ওই ভাড়া বাড়ি থেকে মা ও ছেলে পালিয়ে যাওয়ার কারণে তাদেরকে জরিমানা করা সম্ভব হয়নি। নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান আমরা সজাগ রয়েছে মা ও ছেলে ভাড়া বাসায় আসামাত্র আমরা আইনি ব্যবস্থা নেব। এদিকে উৎসুক জনতা ওই বাড়ির আশেপাশে খবর পেয়ে ভিড় জড়ান। এঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
এছাড়া করোনা ভাইরাস সাভারে বিদেশ ফেরত ২৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে বলে জানিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা।