নিজেই ক্রেতা সেজে ৫টি ব্যবসায়ীর দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান করলেন সাভার উপজেলা নির্বাহী হাকিম
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ করোনার আতঙ্কে যখন সাধারন মানুষ তখন স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে সাভারের দোসাইদ বাজার ও কুমকুমারি বাজারে সাভার উপজেলা নির্বাহী হাকিম আদালত পরিচালনা করেন পারভেজুর রহমান। তিনি সিভিল পোশাকে যান বাজার পরিদর্শনে যেখানে অতিরিক্ত মূল্য পন্য বিক্রি করা অপরাধে নিজেই ক্রেতা সেজে ৫টি ব্যবসায়ীর দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ৫ টি দোকানীকে ১০ হাজার ৫০০'শ টাকা জরিমানা করেন এবং সকলকে সতর্ক করে বাজার মূল্যের অতিরিক্ত দাম নিলে কঠোরভাবে আইন আনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।