করোনায় আতঙ্কে সাভার পৌর নয়াবাড়ী নিজস্ব মাঠে সকল খেলা,চা-রেস্তোরা দোকানে গনসমাগম বন্ধ করে সতর্ক করলেন পুলিশ
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভার পৌর নয়াবাড়ীর পাঁচতারা মসজিদ এলাকা সংলগ্ন গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশ পরিদর্শন করে নিজস্ব জমিতে খেলার মাঠ বন্ধ করে দিয়েছেন।
প্রতিদিনের ন্যায় সোমবার সকালে ওই মাঠে ২২ থেকে ৩০ জন স্কুলের শিশু শিক্ষার্থী বাসায় না থেকে তারা জরো হয়ে ক্রিকেট বল খেলে আসছিল। পরে পুলিশের সহযোগিতায় খেলার মাঠটি বন্ধের কথা বলে অভিভাবকদেরকে সতর্ক করে দিলেন।
পুলিশের এস আই পাবেল বলেন, করোনায় সারা বিশ্বে ভয়াভহ রুপ নিলেও বাংলাদেশে এর প্রভাব মুক্ত নয় বলে শিশু শিক্ষার্থীকে ঘরে রাখার আহবান জানান। পরবর্তী ওই মাঠে করোনা আতঙ্ক শেষ না হওয়া না পর্যন্ত কোন খেলা যাতে না ঘরায় সেদিকেও মাঠের মালিককেও সতর্ক করে দিলেন।সরকারের নির্দেশ অমান্য করে বিভিন্ন চা ও রেস্তোরা খোলা রাখা দেখতে পেলে
সাভার পৌর রেডিও কলোনী ও বউ বাজার এলাকায় বিভিন্ন চায়ের দোকানে গনসমাগম করায় দোকানগুলোর মালিকদের বন্ধ করে রাখার অনুরোধ করলে সকলে চায়ের দোকান ও রেস্তোরা বন্ধ করে দিয়েছেন মালিকরা।
করোনায় আতঙ্কে এলাকার সচেতন মানুষ পুলিশকে এমন ব্যবস্থা গ্রহন করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।