সাভারে অসহায় গরীব পথচারীর মাঝে জীবানুনাশক সাবান বিতরণ করলেন সাংবাদিক ও সাপ্রেমিকস'র আহবায়ক শেখ এ কে আজাদ
নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃকরোনা ভাইরাসে আতঙ্ক যখন সাভারের সাধারন মানুষ। সেখানে ভাইরাস থেকে মুক্ত হওয়ার লক্ষে এগিয়ে আসলেন সংবাদিক ও সাভার প্রেস মিডিয়া কল্যাল সমিতির আহবায়ক শেখ এ কে আজাদ।
তিনি পথচারী মানুষ, ভিক্ষক,অসহায় মানুষের পাশে দাড়ালেন। তিনি মঙ্গলবার সকালে সাভারের পৌর রেডিও কলোনীতে হাত,মুখ,পা ধুয়ার জন্য সাবান বিতরন করলে। এসময় রেডিও কলোনীতে ব্যবসায়ী আব্দুল মজিদসহ অন্যান্যদের সাথে নিয়ে এ জীবানুমুক্ত সাবান প্রদান করছেন।
সাভার প্রেস মিডিয়া কল্যাল সমিতির আহবায়ক শেখ এ কে আজাদ বলেন আমাদের সংবাদকর্মীদের সংবাদ সংগ্রের পাশাপাশি জনসচেতনতায় এগিয়ে আসতে হবে সাথে সমাজের সচেতন মানুষকে। সচেতন মানুষসহ সকলে এগিয়ে এসে পথচারী,গরীব,অসহায় মানুষের পাশে থেকে হাত বাড়িয়ে দিতে হবে।তিনি আরো জানান, হাত,পা,মুখ ময়লা হলে জীবানুমুক্ত সাবান দিয়ে ধুতে পারলে করোনা সহ বিভিন্ন ভাইরাস ও ব্যাক্টেরিয়া থেকে সহজেই মুক্ত হতে পারবো।