করোনা প্রতিরোধে মাস্ক ও সাবান বিতরণ করেন ১ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী রমজান
জিল্লু,সাভার থেকেঃ
সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের পোড়াবাড়ি ডিপ মেশিন এলাকায় করোনা ভাইরাস বিস্তাররোধে বিনামূল্যে মাস্ক, সাবান, হ্যান্ড গ্লাভস বিতরণ ও জীবাণুনাশক স্প্রে করছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মোঃ রমজান আহমেদ।
শুক্রবার দুপুরে সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ছিন্নমূল অসহায় ও দরিদ্রদের মাঝে করোনা প্রতিরোধে মাক্স সাবান সহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন।
এছাড়াও তিনি বিভিন্ন পাড়া- মহল্লা ও বাসাবাড়ি রাস্তাঘাট মসজিদ-মাদ্রাসা ও স্কুলে করেনা ভাইরাস সংক্রমণ এড়াতে জীবাণুনাশক স্প্রে করেন।
এসময় রমজান আহমেদ সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন,দয়া করে ঘরের ভেতরে থাকুন।বিনা কারণে হাটবাজার, রাস্তাঘাটে আসবেন না। মানুষের সমাগম এড়িয়ে চলুন। মাস্ক ব্যবহার করুন। দয়া করে আপনারা চা-পান খাওয়ার জন্য ও আড্ডা দেয়ার জন্য বাজারে আসবেন না। আপনারা অবাধে চলাফেরা করবেন না। আপনাদের অবাধ চলাফেরা আপনাকে ও আপনার পরিবারের সদস্যদেরকে বিপদে ফেলতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ১নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মোঃ রমজান আহমেদ বিভিন্ন মহল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।