ক্ষদ্র প্রচেষ্টায় করোনা আতঙ্কে জিবানুমুক্ত সাবান বিতরণ করেছেন সাপ্রমিকস'র আহবায়ক ও সাংবাদিক শেখ একে আজাদ
নিজস্ব প্রতিবেদক,সাভারঃ
সারাদেশে যখন করোনা ভাইরাসে আতঙ্ক এসময় সাভারের এক সাংবাদিক মানুষ মানুষের জন্য পথচারীর মাঝে জীবানুমুক্ত সাবান বিতরণ করে মানবতার লক্ষে এগিয়ে যাচ্ছেন। তিনি গনসচেতমার লক্ষে সাভার প্রেস মিডিয়া কল্যান সমিতির উদ্যোগে আহবায়ক শেখ এ কে আজাদের ক্ষদ্রতম প্রচেষ্টার নিজের অর্থায়নে কাজ করছেন।
সাংবাদিক শেখ এ কে আজাদের ক্ষদ্র প্রচেষ্টায় হাত পা মুখ ধুয়ার জন্যে দেশের মানুষের আজ ক্রান্তি লগ্নে সচেতন বাড়াতে তার মহতি উদ্যোগ গ্রহন করেছেন।
শনিবার (২৮) মার্চ রাত ১০ টার দিকে সাভর পৌর রাজালাখ ফার্ম রোত ব্যাংকলোনি এলাকায় গরীব ও অসহায় মহিলাদেরকে জিবানুমুক্ত সাবান বিতরণ করেছেন। এসময় বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম ও পল্লীচিকিৎক মোঃ কামরুল ইলাম উপস্থিত ছিলেন। ব্যবসায়ীরা এমন মহতী উদ্যোগ গ্রহন করায় সাংবাদিক শেখ এ কে আজাদকে ধন্যবাদ জ্ঞাপন করে তার জীবনের মঙ্গল কামনা করছেন।
যেখানে করোনায় আতঙ্ক মানুষ আজ ঘরবদ্ধ হয়েছেন, তার মধ্যে এখনো বহু পথচারী মানুষ রয়েছেন অজানা অসাবধানতায় পথ চলছেন। তারা কাজ হারিয়ে রাস্তায় মানুষের দিকে তাকিয়ে থাকে, প্রতিদিনের শরীর ভাল রাখতে নিত্য প্রয়োজনীয় ও ঔষদের টাকা নেই তাদের হাতে। নেই তাদের হাত পা ধুয়ারমত স্যানিটাইজার দ্রব্য।
কাজের ফাঁকে এ ক্ষদ্রতম প্রচেষ্টায় কল্যানমূলক কাজে তার আত্মনিয়োগ থাকবে করোনা আতঙ্ক পর্যন্ত ও পরে। তিনি সকলকে সরকারী নির্দেশ পালন করতে সাধারন পথচারীসহ সকল মানুষকে অনুরোধ করেছেন।
নামাজ ও কাজ ছাড়া বাহিরে যেন বেড় না হয়। হাঁচি কাশি জ্বরসহ অসুস্থ রোগিদের একমুহূর্তে বাহির না হয়ে বাসায় থেকে পারিবারিক সেবা নিতে বলেছেন। তারা নিজে থেকে যেন ১৪ দিন বাসায় হোমকোয়ারেন্টাইন পালন করেন।
সকল মুসলিরা যেন আল্লাহ ভীত হয়ে মহামারী থেকে পানাহ চাওয়ার আহবান করেন। আল্লাহ ছাড়া কেউ নেই,মহামারি থেকে এক আল্লাহ দয়া করলে দেশের সকলে বেঁচে যাব ইনশাল্লাহ।
সংবাদের কাজের ফাঁকে ফাঁকে সাভারের বিভিন্ন এলাকায় ছোট বড় সাবান বিতরণ করে অসহায় গরীব পথচারী মানুষকে সচেতন করে চলছেন।
সম্পাদনায়ঃ সালমা আক্তার।