করোনায় ভাইরাস আতঙ্কে ঈদ উৎসবকে হার মানিয়েছে সাভারে মাছের বাজার ক্রেতাসমাগমে
নিজস্ব প্রতিবেদকঃ
সাভার বাজার বাসষ্ট্যান্ড মাছের আড়তে জনসমাগম ভির জমেছে। করোনা আতঙ্ক থাকলেও মানছেনা কোন দূরুত্ব। রবিবার দুপুরে বাজার বাসষ্ট্যান্ডে দিলখুশা সুপার মার্কেটের পাশে খুচরা বাজারের মাছের আড়ৎ। মাছের আড়তে লোক সমাগমে বহুগুনে করোনা আতঙ্কের ভয় যেন নেই কারো মনে। এ যেন ঈদ উৎসবকে হার মানিয়েছে মাছের বাজারে ক্রেতা সমাগমে। মাছের আড়তে তিনটি লেনে এ বাজারে কয়েশ লোকের সমাগম দেখা মিলল একইসময়।
করোনায় আতঙ্কে বাজার মনিটরিং করতে রয়েছে প্রশাসনের কর্তা ব্যক্তিরা।
মাছের বাজারে ক্রেতার সমাগম দেখতে পেলে সাংবাদিক আবুল কালাম আজাদ একটি ফেসবুক লাইভ দিয়ে গনসচেতনতা করার চেষ্টা করলে বাজারে ব্যবসায়ী ও ক্রেতারা করেনি কোন কর্ণপাত।
তাই গনসচেতন মানুষ মনে করছেন বাজারে করোনা ভাইরাসের নির্দেশনা না মানলে বন্ধ করে দেয়ার অনুরোধ করেছেন।
এদিকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাকিম পারভেজুর রহমানকে জানালে তিনি পৌর মেয়র হাজী আব্দুল গনির দৃষ্টি আকর্ষন করেছেন। এসময় করোনার আতঙ্ক মানুষ যখন ঘর বন্ধি সেখানে বাজারে গনসমাগম বেশি হলে ব্যবস্থা গ্রহন করবে প্রশাসন।