করোনা ভাইরাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কোয়ারেন্টিনে
ফাইল ছবি
আন্তর্জাতিক অনলাইন ডেস্কঃইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
প্রাণঘাতী করোনাভাইরাস থেকে বাঁচতে সতর্কতামূলক কোয়ারেন্টিন শুরু করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার তার এক উপদেষ্টা করোনাভাইরাসে আক্রান্ত হলে তিনি এ সিদ্ধান্ত নেন।
সোমবার জেরুজালেমভিত্তিক সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
নেতানিয়াহু ও তাঁর স্টাফদের আইসোলেশনের কারণ হিসেবে বলা হচ্ছে, রিভকা পালুচ গত কয়েক দিন নেতানিয়াহু, নেসেট সদস্য ও অন্যান্যদের সংস্পর্শেই ছিলেন। ফলে তাঁদের আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
আনাদোলু এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু দ্বিতীয়বারের মতো করোনভাইরাস পরীক্ষা করবেন। পরীক্ষার ফলাফল না আশা পর্যন্ত তিনি কোয়ারেন্টিনে থাকবেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়।
৭০ বছর বয়সী নেতানিয়াহু এর আগে পরীক্ষা করেছিলেন, কিন্তু তখন তার শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি। আজ সোমবার তার সংসদ বিষয়ক উপদেষ্টা রিভকা পালুচের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর আবার পরীক্ষা করান এবং কোয়ারেন্টিনে যান নেতানিয়াহু। একই সঙ্গে তার ঘনিষ্ঠ উপদেষ্টারাও কোয়ারেন্টিনে থাকা শুরু করেছেন।
আজ পর্যন্ত ইসরায়েলে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩৪৩ জন তাদের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ৮০ জনের অবস্থা গুরুতর।