সাভার সরকারি হাসপাতালে এম্বুলেন্স হস্তান্তর করলেন আশুলিয়া ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
করোনা ভাইরাসের রোগী হাসপাতাগুলোতে আনা নেওয়ার জন্য আজ বুধবার সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সায়েমুল হুদার কাছে একটি এম্বুলেন্স হস্তান্তর করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন মাদবর।
দেশের এই ক্রান্তিলগ্নে হাসপাতালে এম্বুলেন্স দেওয়ায় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মাদবরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদা। এ সময় সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক ও সাভার থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ খান উপস্থিত ছিলেন।